জোড়াসাঁকোর থিয়েটার
খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি নাট্যমঞ্চ।

১৮৫৪ খ্রিষ্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর প্যারীমোহন বসু তাঁর বাড়িতে এই নাট্যমঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চে মূল ইরেজি নাটকগুলো ইংরেজিতেই অভিনীত হতো। এই বছরের ৩ মে শেক্সপিয়রের '‌জুলিয়াস সিজার‌' নাটক মঞ্চস্থ করেছিল সার্থকভাবে। জুলিয়াস সিজারের ভূমিকায় অভিনয় করেছিলেন মহেন্দ্রনাথ বসু, ব্রুটাসের ভূমিকায় কৃষ্ণধন দত্ত এবং কেসিয়াসের ভূমিকায় যদুনাথ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। ইংরেজ এবং ইংরেজি জানা সাহিত্যরসিকদের মনোরঞ্জন করলেও, অবশিষ্ট বাঙালি দর্শকদের কাছে তেমন আবেদন তৈরি করতে সক্ষম হয় নি। ফলে অচিরেই এই থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল।

সূত্র: