ওরয়েন্টাল থিয়েটার
খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীতে ওরিয়েন্টাল সেমিনারী স্কুল-এর প্রতিষ্ঠিত একটি নাট্যমঞ্চ।

১৮৩৫ খ্রিষ্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারী স্কুল-এর তত্ত্বাবধানে এই নাট্যমঞ্চ তৈরি হয়েছিল। শুরুর দিকে  ওরিয়েন্টাল সেমিনারী স্কুল-এর প্রতিষ্ঠাতা গৌড়মোহন আঢ্যের বাঙালি শিক্ষার্থীরা ইংরেজি নাটক অভিনয় শুরু করেছিল। এই নাট্যদলে ছাত্রদের অভিনয় শেখাতেন সাঁ সুসি। প্রথমদিকার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- কেশকচন্দ্র গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ দে, দীননাথ ঘোষ, প্রিয়নাথ দত্ত প্রমুখ।

এই নাট্যদলটি সখে তৈরি হলেও- এখানে টিকিট বিক্রি করে বিদেশী থিয়েটারের মতো নাট্যাভিনয়ের ব্যবস্থা করা হয়েছিল। ধনী বাড়ির থিয়েটারের মতো আমদ্ত্রমূলক ছিল না। যতীন্দ্রমোহন ঠাকুরের উপদেশে কেশব গঙ্গোপাধ্যায় প্রমুখেরা এই থিয়েটারে দেশীয় নাটকের অভিনয় ও দেশীয় বাদনের প্রচলনের চেষ্টা করে ব্যর্থ হন।

১৮৩৭ খ্রিষ্টাব্দের দিকে এই নাট্যশালা বন্ধ হয়ে গিয়েছিল।
সূত্র: