আবজাদ

ইংরেজি Abjad
লিখন পদ্ধতির একটি প্রকরণ। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই লিখন পদ্ধতির নামকরণ করেন
Peter T. Daniels। তিনি আরবি বর্ণামালার চারটি বর্ণ অনুসারে এই লিখন পদ্ধতির নামকরণ করেছেন। এই বর্ণ চারটি হলো 
                            أ=
"A" (আলিফ),
                            ب =
"B" (বা)
                                   ج =  "Ǧ" (জিম)
                                   د =  "D" (দাল)

 

এই চারট বর্ণের দ্বারা সৃষ্টি হয়েছে أبجد (আবজাদ)। এই শব্দের অর্থ হলো বর্ণমালা। আবার গ্রিক "A" (alpha) এবং "B" (beta), বর্ণদ্বৈয়ের নামানুসারে গ্রহণ করা হয়েছে alphabet। এই শব্দের অর্থও বর্ণমালা। যদিও আরবি থেকে এই নাম নেওয়া হয়েছে। কিন্তু আরবি লিখন পদ্ধতি বিশুদ্ধ আবজাদ নয়। কারণ এতে ব্যঞ্জনবর্ণের সাথে অল্পবিস্তর স্বরচিহ্ন (জের্, যবর, পেশ্) ব্যবহার করা হয়।

 

এই লিখন পদ্ধতি কতকগুলি সূত্র দ্বারা সিদ্ধ। যেমন


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Abjad