আবুগিদা

ইংরেজি Abugida

লিখন পদ্ধতির একটি প্রকরণ। বর্ণ এবং অক্ষরের সমন্বয়ে এই লিখন পদ্ধতি গড়ে উঠেছে। এই কারণে একে অনেক সময় বর্ণাক্ষরিক পদ্ধতি (
alphasyllabar sytem) বলা হয়। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই লিখন পদ্ধতির নামকরণ করেন Peter T. Daniels। তিনি ইথিওপিয়ার Ge'ez script-এর চারটি বর্ণ থেকে এই শব্দটি গ্রহণ করেন। এই বর্ণ চারটি হলো ’ä bu gi da

ভারতবর্ষের প্রায় সকল লিখন পদ্ধতিই এই রীতির। ভারতবর্ষের বাইরে রয়েছে -তিব্বতীয়, সিংহলী, থাই খ্‌মের, বালি, জাভা, মায়ানমার, আফ্রিকার কতিপয় ভাষার লিখন পদ্ধতি এই রীতির।

এই লিখন পদ্ধতি কতকগুলি সূত্র দ্বারা সিদ্ধ। যেমন

 


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Abugida#Development