সিন্ধু লিপি
ইংরেজি : Indus Script
প্রাচীন ভারতের
সিন্ধু সভ্যতায় ব্যবহৃত লিপি। খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে এই লিপি সিন্ধু সভ্যতার মানুষ ব্যবহার করতো।

 

১৮৭৩ খ্রিষ্টাব্দে আলাকজান্ডার কানিংহাম হরপ্পায় প্রাপ্ত কিছু প্রতীক প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে প্রায় ৪০০০ প্রতীক আবিষ্কার হয়েছে। ১৯৭০ খ্রিষ্টাব্দের দিকে ইতাভাথাম মহাদেবান ৩,৭০০ সিল পরীক্ষা করে ৪১৭টি স্বতন্ত্র প্রতীক শনাক্ত করেন। তাঁর মতে হরপ্পা সভ্যতার মানুষ ডান থেকে বাম দিকে লিখতেন। কানিংহাম এফ রেমন্ড এ্যালিসিন, এবং অন্যান্য লিপিবিশারদদের মতে, এই লিপি থেকে ব্রাহ্মীলিপির উদ্ভব হয়েছিল।

 

এখনো পর্যন্ত এই লিপির পাঠ উদ্ধার করা যায় নাই।

 

 


সূত্র :
http://www.engr.mun.ca/~adluri/telugu/language/script/script1a.html