উরুক নগরে প্রাপ্ত চিত্রলিপি, খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ

সুমেরীয় লিপি
ইংরেজি : Sumerian script
প্রাচীন সুমেরীয় সভ্যতায় ব্যবহৃত চিত্রলিপি। খ্রিষ্টপূর্ব ৩০০০- ২৮০০ অব্দ পর্যন্ত চিত্রলিপি প্রচলিত ছিল।

 

বাইবেলে সুমের অঞ্চলের নাম শিনার (Shinar) হিসেবে উল্লেখ আছে। ভৌগলিক দিক নির্দেশনায় এই অঞ্চল দক্ষিণ মেসোপোটেমিয়া নামে পরিচিত। আধুনিক হিসাবে এই অঞ্চল ছিল ইরাকের দক্ষিণ ব্যবিলনীয় অংশ। অবশ্য সুমেরিয়ানরা নিজেদেরকে স্যাগ-গিগা (Sag-giga) নামে নিজেদের পরিচয় দিত।

খ্রিষ্ট-পূর্ব ৫৩০০ বৎসর পূর্বে এই অঞ্চলে একটি উন্নত সংস্কৃতির বিকাশ ঘটেছিল এই অঞ্চলে। ইতিহাসে একে উবাইদ
(Ubaid) সভ্যতা নামে অভিহিত করা হয়। উন্নত পাথর-সভ্যতার জন্য এই সভ্যতা বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে। খ্রিষ্টপূর্ব ৪০০০ বৎসর এই অঞ্চলে নূতন সভ্যতার সূচনা হয়। সুমেরিয় নগর উরুক (uruk) –এর নামানুসারে এই সভ্যতাকে উরুক সভ্যতা বলা হয়। এই সভ্যতার মাঝামাঝি সময়ে অর্থাৎ খ্রিষ্টপূর্ব ৩৪০০- ৩২০০ অব্দের ভিতরে এই অঞ্চলে লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। গোড়ার দিকে এই লিপিকে চিত্রলিপি (pictograph) নামে অভিহিত করা হয়।