পিরামিড

ইংরেজি : Pyramid
পিরামিড মূলত এক ধরনের ত্রিমাত্রিক জ্যামিতিক নকশা। এই নকশার ভূমি হয় একটি বহুভূজাকৃতির ক্ষেত্র। এই ক্ষেত্রের প্রতিটি বাহু থেকে ত্রিভূজাকার ক্ষেত্র উপরের দিকে একটি বিন্দুতে মিলিত হয়। এর ফলে যে ত্রিমাত্রিক অবয়ব তৈরি হয়, তাকেই বলা হয় পিরামিড নকশা।

দেখুন : পিরামিড (জ্যামিতিক)

পিরামিডের এই নকশার ধারণা গণিত শাস্ত্রে প্রবেশ করেছে প্রাচীন মিশরের স্থাপনা অনুসরণে। মূলত পিরামিড বলতে জ্যামিতিক নকশার চেয়ে অধিকতর প্রাধান্য পায়, মিশরের পিরামিড নামক স্থাপত্য। যদিও পিরামিড বলতে মিশরের পিরামিডকেই মনে পড়ে। কিন্তু প্রাচীন বহুস্থানেই প্রাচীন মানুষেরা পিরামিড তৈরি করেছিল।

দেখুন : 
পিরামিড [স্থাপত্য, মিশর]


পিরামিড (জ্যামিতিক)

এক ধরনের ত্রিমাত্রিক জ্যামিতিক নকশা। এই নকশার ভূমি বা ভিত্তি হয় একটি বহুভূজাকৃতির ক্ষেত্র। এই ক্ষেত্রের প্রতিটি বাহু থেকে ত্রিভুজাকার ক্ষেত্র উপরের দিকে একটি বিন্দুতে মিলিত হয়। এর ফলে যে ত্রিমাত্রিক অবয়ব তৈরি হয়, তাকেই বলা হয় পিরামিড নকশা।

ভিত্তির ক্ষেত্রটির কতটি বাহুদ্বারা এবং কি আকারে আবদ্ধ, তার উপরের নির্ভর করে পিরমিডের শ্রেণি নির্ধারণ করা হয়। প্রাচীন মিশরের পিরামিড নামক স্থাপত্য কৌশল ছিল চতুর্ভুজ-ভিত্তিক পিরামিড। তাই পিরামিড আকৃতি বলতে আমরা চতুর্ভুজ-ভিত্তিক পিরামিড-কেই বুঝে থাকি। কিন্তু জ্যামিতিক আকারের বিচারে পিরামিড হতে পারে ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, তারকার ইত্যাদি। নিচে ভুজভেদে কিছু পিরামিডের নমুনা দেখানো হলো।
 

বাহুর সংখ্যা-ভিত্তিক পিরামিড

ত্রিভুজাকার পিরামিড
এর ভিত্তি হয় ত্রিভুজ।

চতুর্ভুজাকার পিরামিড
এর ভিত্তি চতুর্ভুজ

পঞ্চভুজাকার পিরামিড
এর ভিত্তি পঞ্চভুজ


বাহুর সংখ্যা-ভিত্তিক পিরামিড

তারকা পিরামিডের ভিত্তি তারকার মতো