অদ্ভুতরস
ভারতীয় সঙ্গীত শাস্ত্র মতে নবরসের অন্যতম একটি রস আশ্চর্যজনক কোনো বিষয় থেকে উদ্ভুত বিস্ময়কর ভাবই হলো অদ্ভুত রস। সাধারণ অলৌকিক কোনো বিষয়কে এই রসকে উজ্জীবিত করা হয়। যেমন−
"সবিস্ময়ে রঘুনাথ নদীর উপরে
হেরিলা অদ্ভুত সেতু, অগ্নিময় কভু,
কভু ঘন ধূমাবৃত, সুন্দর কভু বা
সুবর্ণে নির্ম্মিত যেন! ধাইছে সতত
সে সেতুর পানে প্রাণী লক্ষ লক্ষ কোটি
হাহাকার নাদে কেহ; কেহ বা উল্লাসে!
                -মেঘনাদ বধ, অষ্টম সর্গ। মধুসূদন
এই রস ভাবভেদে বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন −
স্থায়ীভাব : বিস্ময়।
সঞ্চারীভাব : স্তম্ভ স্বেদ, রোমাঞ্চ, আবেগ, সম্ভ্রম প্রভৃতি।
অনুভাব : নয়নবিস্তার নির্নিমেষ দৃষ্টি, পুলকোদ্গম , সাধুবাদ , আনন্দ-কোলাহল , গদ্গদ বচন, হর্ষ ইত্যাদি ।
বিভাব : দুর্লভ বস্তুর প্রাপ্তি , আকাশচারীদের দর্শন ব্যামযানাদির দর্শন, অলৌকিক প্রাসাদির-দর্শন ইত্যাদি।