স্টাফ
ইংরেজি : Staff, Stave

স্টাফ নোটেশান পদ্ধতিতে স্বরের সঙ্কেত নির্ধারিত হয়
স্বরের সময়জ্ঞাপক চিহ্ন এবং স্টাফে স্বরের অবস্থান অনুসারে।

ল্লেখ্য পাশ্চাত্য রীতির স্বরলিপিকে লিখিত আকারে প্রকাশের জন্য একটি কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোতে ৫টি বা ১১টি অনুভূমিক সমান্তরাল রেখা টানা হয়। ফলে এই রেখাগুলোর ভিতর কিছু অনুভূমিক সমান্তরাল ফাঁকা জায়গা তৈরি হয়। এই রেখাগুলোকে বলা হয় স্টাফ বা স্টেভ রেখা। এর মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো ও স্টাফ রেখাসমূহ মিলিত হয়ে স্টাফ কাঠামো তৈরি হয়। এই স্টাফ কাঠামোকে ভিত্তি করে সঙ্গীতের স্বরের বিন্যাস করা হয়। তাই একে বলা হয় স্টাফ নোটেশান।