অডাজিয়ো
Adagio

পাশ্চাত্য রীতিতে তালের একটি বিশেষ প্রকার গতি বিশিষ্ট সঙ্গীত বিন্যাসন ধারার নাম।

সাধারণভাবে বিলম্বিত, সহজ ও সাবলীল রূপকেই অডাজিয়ো মান হিসাবে বিবেচনা করা হয়। মাত্রামান যন্ত্রে এর লয়াঙ্ক সীমা ৬৬-৭৬। ভারতীয় পদ্ধতিতে এই লয়কে বিলম্বিত হিসাবে ধরা হয়। যখন কোন গান বা নাচ এইরূপ লয়ে পরিবেশিত হয়, তখন তাকে অডাজিয়ো বা বিলম্বিত বলা হয়।
দেখুন : লয়