অনিবদ্ধ গান
ভারতীয় রাগসঙ্গীতের প্রাচীনতম একটি ধারা 'প্রবন্ধগান'-এর একটি প্রকরণ বিশেষ।  খ্রিষ্টপূর্ব ২০০ অব্দের ভিতরে, প্রাচীন গান্ধর্ব গান নিবদ্ধ ও অনিবদ্ধ রূপে বিকশিত হয়েছিল।

শারঙ্গদেব তাঁর সঙ্গীতরত্নাকর গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ণা করেছেন। তাঁর মতে- অনিবদ্ধ গান ছিল এই গান রাগালাপের মতো। এতে তালের ব্যবহার ছিল না। তবে অক্ষর, ছন্দ ও যতি এই গানে থাকত। এতে সরগম ও তারানার মতো অর্থহীন ধ্বনি ব্যবহার করা হতো।

অনিবদ্ধ গানের চারটি ভাগ ছিল। এই ভাগগুলো হলো- রাগালাপ, রূপকালাপ, আলপ্তি, ও স্বস্থান
সূত্র: