বিবাদী স্বর
ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি পারিভাষিক শব্দ।
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কিছু সুনির্দিষ্ট স্বর এবং স্বরগুচ্ছ
দ্বারা
রাগের রূপ তৈরি হয়। কোনো বিশেষ
রাগের জন্য নির্ধারিত ওই সকল স্বরের বাইরে যে
সকল স্বর থাকে, তা বিবাদী স্বর হিসেবে বিবেচনা করা হয়। এই স্বরগুলো ব্যাবহারের ফলে
রাগের স্বাভাবিক রূপকে কলুষিত করে। এই কারণে বিবাদী স্বরকে শত্রু-স্বর হিসেবে
বিবেচনা করা হয়।
কুশলী রাগসঙ্গীত-শিল্পীরা অনেকে সময় রাগের শ্রীবৃদ্ধির জন্য বিবাদী স্বর ব্যবহার করে
থাকেন। যথেষ্ঠ কুশলতার সাথে বিবাদী স্বর ব্যবহার করতে না পারলে, রাগের শ্রীরূপ
কুরূপে পরিণত হয়।