রাগগীতি
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে গীত বিশেষ। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থের রাগ অধ্যায়ে সপ্তগীতের ভিতরে রাগগীতিকে ধরা হয়েছিল।  এই গীতিতে বিচিত্র ললিত গমক, প্রসন্ন ও সমপর্যায়ের অলঙ্কারের ব্যবহার ছিল। এই গীতে স্থায়ী, আরোহী, অবরোহী এবং সঞ্চারীর বর্ণ (গানের জন্য তুক বিশেষ) ব্যবহার ছিল।

এই গীতের অন্তর্ভুক্ত রাগগুলো ছিল- ৮টি রাগ। এগুলো হলো- টক্ক, সৌবীর, মালবপঞ্চম, ষাড়ব, বোট, হিন্দোলক, টক্ককৈশিক এবং মালবকৈশিক।
 
তথ্যসূত্র: