অক্টেট
শব্দ-উৎস:
ল্যাটিন
octo>ইটালি
otteto>octet>
ইংরেজি
octet>
বাংলা অক্টেট।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সাঙ্গীতিক সংগঠন
|
সংগঠন
|
সামাজিক গোষ্ঠী
|
দল
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
আটজনের মিলিত গায়ন বা বাদনের পাশ্চাত্য পরিভাষা।
আটজনের গায়ন বা বাদন-উপযোগী সঙ্গীত রচনাকেও অক্টেট বলা হয়ে থাকে।
অক্টেট
দুই প্রকার।
প্রকার দুটি হলো–
ভোকাল অক্টেট এবং ইনুষ্ট্রুমেন্টাল অক্টেট।
ভোকাল অক্টেট: এই অক্টেট ততটা বাঁধা ধরা নিয়মের ভিতরে রেখে করা হয় না। সাধারণত, সঙ্গীত রচয়িতারা প্রয়োজনানুসারে কণ্ঠগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। সেই কারণে ভোকাল অক্টেট সঙ্গীতের পরিভাষা হিসাবেই উল্লেখ হয়ে থাকে মাত্র।
ইনুষ্ট্রুমেন্টাল অক্টেট: এই অক্টেটে আটটি বাদ্যযন্ত্র বাদিত হয়ে থাকে। এর উপর ভিত্তি করে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। পাশ্চাত্য সঙ্গীতে ইনুষ্ট্রুমেন্টাল অক্টেটের নামগুলো সাধারণত এর রচয়িতার নামানুসারে চিহ্নিত হয়ে থাকে। যেমন–
১. ফেলিক্স মেন্ডেলসন (Felix Mendelssohn) অক্টেট : ফেলিক্স মেন্ডেলসন কর্তৃক প্রণীত অক্টেট। দুটি স্ট্রিং কোয়ার্টার মিলে এই অক্টেট তৈরি হয়।
২. ফ্রাঞ্জ স্কুবার্ট (Franz Schubert) অক্টেট : ফ্রাঞ্জ স্কুবার্ট কর্তৃক প্রণীত অক্টেট। ফ্রাঞ্জ স্কুবার্ট-এ ব্যবহার করা হয়, ক্লারিনেট, ব্যাসন, ফ্রেন্স হর্ন, বেহালা, ভাইয়োলা, চেলো এবং ডাবল ব্যাস।
৩. আইগর স্ট্রাভিনোস্কি (Igor Stravinsky) অক্টেট : আইগর স্ট্রাভিনোস্কি কর্তৃক প্রণীত অক্টেট। এই অক্টেটে ফুঁ দিয়ে বাজানো যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। এই অক্টেটে ব্যবহৃত যন্ত্রগুলো হলো-ফ্লুট, ক্লারিনেট, দুটি ব্যাসন, দুটি ট্রাম্পেট ও দুটি ট্রোম্বোনেস।
৪. পল হিন্ডেমিথ (Paul Hindemith) অক্টেট : পল হিন্ডেমিথ কর্তৃক প্রণীত অক্টেট। এই অক্টেটে ব্যবহৃত হয়ে থাকে-ক্লারিনেট, ব্যাসন, ফ্রেন্স হর্ন, বেহালা, দুই ভাইয়োলা, চেলো এবং ডাবল ব্যাস।