তান
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি পারিভাষিক শব্দ। রূপতাত্ত্বিক বিশ্লেষণে তন্ (বিস্তার করা) +অ (ঘঞ)। এর আভিধানিক অর্থ হলো- বিস্তার বা প্রসার। সঙ্গীতশাস্ত্রে স্বরের বিস্তারকে তান বলা হয়। বৈদিক গান এবং পরবর্তী গান্ধর্ব গানে স্বরের বিস্তারে সংখ্যর উপর ভিত্তি করে তানের শ্রেণিকরণ করা হতো। যেমন-
১. আর্চিক: বৈদিক যুগের শুরুতে যজ্ঞানুষ্ঠানে সামগান পরিবেশন করা হতো একটি সঙ্গীতোপযোগী ধ্বনিতে। একে বলা হতো আর্চিক তান।
২. গাথিক: বৈদিক যুগের শুরুতে যজ্ঞানুষ্ঠানে পরিবেশিত সামগানে দুটি সঙ্গীতোপযোগী ধ্বনি ব্যবহার শুরু হয়। একে বলা হতো গাথিক তান। মূলত এই গান করা হতো গাথা নামক ছন্দের সাথে।
৩. সামিক: আর্চিক ও গাথিক তানের পরে যাজ্ঞিক ঋষিরা তিনটি স্বরস্থানে সামগান পরিবেশন করতেন। এই স্বরস্থানগুলো ছিল- উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। তিন স্বরস্থানের এই তানের নাম ছিল সামিক তান।
৪. স্বরান্তর: চার স্বরের ব্যবহারে সৃষ্ট স্বরবিস্তারের নাম ছিল স্বরান্তর। ধারণা করা হয়- সাতস্বরের মধ্যে চতুর্থ স্বরটি মধ্যবর্তী বা অন্তর্বর্তী। এই কারণে এর নাম স্বরান্তর।
৫. ঔড়ব বা ঔড়ুব: পাঁচ স্বরের ব্যবহারে সৃষ্ট স্বরবিস্তারের নাম ঔড়ব। পাঁচ স্বরযুক্ত রাগে এই তানের ব্যবহার হয়ে থাকে।
৬. ষাড়ব:
ছয় স্বরের ব্যবহারে সৃষ্ট স্বরবিস্তারের নাম ষাড়ব। ছয় স্বরযুক্ত রাগে এই তানের ব্যবহার হয়ে থাকে।
৬. সম্পূর্ণ: সাত স্বরের ব্যবহারে সৃষ্ট স্বরবিস্তারের নাম সম্পূর্ণ। সাতস্বরযুক্ত রাগে এই তানের ব্যবহার হয়ে থাকে।
গান্ধর্ব সঙ্গীতে মূর্ছনাগুলো মূল স্বরের বিস্তার। তাই মূর্চ্ছনাকে অনেক সময় তান বলা  হয়। প্রাচীন গ্রন্থাদি থেকে জানা তানের চলন অনুসারে দুটি ভাগে ভাগ করা হতো। এর নাম ছিল-
১. শুদ্ধ তান: স্বাভাবিকভাবে ক্রমাধারায় উচ্চারিত তান। যেমন- সরগমপধন
২. কূট তান: ক্রম উলঙ্ঘন পূর্বক স্বরের বিস্তারকে কূটতান বলা হতো। যেমন- সগপন।
ষড়্‌জ ও মধ্যম গ্রামে ষাড়ব ও ঔড়ব শুদ্ধতান ৮৪টি আর ২টি গ্রামের সম্পূর্ণ তান ৪টি। সমবিলিয়ে মোট শুদ্ধ তান ছিল ৮৮টি। কিন্তু ষড়্‌জ ও মধ্যম গ্রামের (পুনরুক্তি বাদে) ষাড়ব ও ঔড়ব জাতিতে কূটতান ছিল ৩,১৭,৯২৭টি। একটি মূর্চ্ছনার স্বরগুলোকে নানাভাবে সজ্জিত করলে, তান পাওয়া যায় মোট ৫০৪০। ষাড়ব ক্রমে এর সংখ্যা ৭২০, ঔড়বক্রমে ১২০, স্বরান্তরে ২৪, সামিক ক্রমে ৬ট, ফাথিক ক্রমে ২টি, আর্চিক ক্রমে ১টি। বর্তমানে খেয়াল গানে তান একটি বিশেষ স্থান দখল করে আছে। মূল বন্দিশের সাথে শিল্পীরা তালের সাথে সমন্বয় করে তান পরিবেশন করে থাকেন। স্বরবিস্তারের প্রকৃতি অনুসারে তাকে নানাবিধ ভাগে ভাগ করা হয়ে থাকে। নুচে উল্লেখযোগ্য কিছু তানের উল্লেখ করা হলো।
তথ্যসূত্র: