গেইসেঙ্ক্‌লোস্টের্ বাঁশি
Geissenklösterle Flute

১৯৬৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ জার্মানির গেইসেঙ্ক্‌লোস্টের্ (Geissenklösterle) গুহায় এই বাঁশিটি পাওয়া গেছে। ধারণা করা হয় খ্রিষ্টপূর্ব ৪৩ হাজার থেকে ৪০ হাজার অব্দের ভিতরে এই বাঁশিটি তৈরি হয়েছিল হাতির দাঁত খোদাই করে।

এটি তৈরি করেছিল- অরিগ্ন্যাসিয়ান সভ্যতার আদিম মানুষ। এর দৈর্ঘ্য প্রায় ২.৫ সেন্টিমিটার।   

তথ্যসূত্র: