ধামসা
ঊর্ধ্বক্রমবাচকতা {  | আনদ্ধ বাদ্যযন্ত্র | ঘাত বাদ্যযন্ত্র | সঙ্গীতযন্ত্র | যন্ত্র | ডিভাইস | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ভারতীয় লোক-তালযন্ত্র। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মেদেনীপুর, বাঁকুড়া, উড়িষ্য এবং ঝাড়খণ্ডের লোকসঙ্গীতে ব্যবহৃত হয়। 

শিশুকাঠ বা লোহার চাড়ির মুখে মহিষের চামড়া দিয়ে ছাউনী তৈরি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই ঝাউনিতে কোনো  গাব বা খিরন ব্যবহার করা হয় না। মোটা কাঠের দণ্ড দিয়ে আঘাত করে এই বাদ্যযন্ত্রটি বাজানো হয়। এই যন্ত্রের ধ্বনি গম্ভীর। আদিবাসিরা একসময় রণবাদ্যে বা দূরাঞ্চলে সঙ্কেত পাঠানোর জন্য ব্যবহার করতো। মূলত ছৌনাচ ঝুমুরের সাথে এই যন্ত্রে ব্যবহার করা হয়। এছাড়া ঝুমুর অঞ্চলের বীররসের গানে, পূজায়, সামাজিক বড় বড় পার্বণে এই যন্ত্র বাজনো হয়।