গুকিন
Guqin
চীনদেশীয় সঙ্গীতে
সাত তারের ঘাটহীন ঘাত বাদ্যয্ন্ত্র। বর্তমানে
চীনে ঐতিহ্যগত বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
চীনা
ততযন্ত্রের ইতিহাসে একে যোগীদের বাদ্যযন্ত্র নামে অভিহিত
করা হয়। এই যন্ত্রে আদি নমুনা পাওয়া গিয়েছিল জেং-এর মারকুইস
য়ি-এর সমাধিস্থলে। এই যন্ত্রের বয়স ধরা হয়ে থাকে খ্রিষ্টপূর্ব ৪৩৩ অব্দ।
খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দ থেকে ২২০ খ্রিষ্টাব্দের হান রাজবংশীয় শাসনামলে এই যন্ত্রটি
ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এই সময় এই যন্ত্রটি আধ্যাত্মক সাধনার সহযোগী যন্ত্র
হিসেবে ব্যবহৃত হতো।
এই যন্ত্রটিতে স্বরস্থান নির্ণয়ের জন্য ১৩টি চিহ্ন ব্যবহার করা হয়। সব মিলিয়ে এতে
চার অক্টেভ স্বর পাওয়া যায়। সি স্কেলের বিচারে- এর প্রথম অক্টেভগুলো হয়- অতি মন্দ্র,
মন্দ্র, মধ্য, তার।
এর বাদন পদ্ধতি মৌলিক তিনটি বাদন প্রক্রিয়া বিভাজিত। এই
ভাগ তিনটি হলো- সান, ফান এবং আন
- সান। এই প্রক্রিয়ায়
ডান হাতে এবং খোলা ভাবে একক বা গুচ্ছকারে আঘাত করে স্বরকে স্পষ্টভাবে
ধ্বনিত করা হয়। বাম হাতে বাজানো হয় ফান।
- ফান: এই প্রক্রিয়ায়
তারের চিহ্নি স্থান হাল্কাভাবে স্পর্শ করা হয়।
- আন: এই
প্রক্রিয়ায় দুই হাতের আঙুল ব্যবহার করা হয়। এই বাদনে ডান হাতে প্লাক্স এবং বাম
হাতের আঠুল ব্যাবহার করা হয়।
তথ্য:
- https://www.metmuseum.org/art/collection/search/500624