ততযন্ত্র

সঙ্গীতশাস্ত্রে বাদ্যযন্ত্রে একটি প্রকরণ বিশেষ। ভরতের নাট্যশাস্ত্রের অষ্টাবিংশ অধ্যায়ে তন্ত্রীযুক্ত বাদ্যযন্ত্রকে ততযন্ত্র বলা হয়েছে।
বর্তমানে এই জাতীয়
বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশ ধাতব তার ছাড়াও সুতাজাতীয় অধাতব উপাদান ব্যবহার করা হয়। এই বিচারে একে দুটি ভাগে ভাগ করা হয়।।