রাবণহস্ত
[দেখুন:
রাবণহস্ত (অভিধান)]
ভারত ও শ্রীলঙ্কায় ব্যবহৃত প্রাচীন
বিতত জাতীয় বাদ্যযন্ত্র।
হিন্দু পৌরাণিক গ্রন্থ রামায়ণের মতে
রাবণ ছিলেন শ্রীলঙ্কার রাজা।
রাজস্থানের পুরাণভিত্তিক লোককাহিনীতে পাওয়া যায়-
মহাদেবের
বন্দনার সময়
রাবণ এই
যন্ত্র ব্যবহার করেছিলেন। এই বাদ্যযন্ত্রটি পরে
রাবণের
অন্যতম সঙ্গীতযন্ত্রে পরিণত হয়েছিল।
বর্তমানে এই যন্ত্রটি শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন স্থানের লোকগানে ব্যবহৃত
হলেও, রাজস্থানের লোকসঙ্গীতে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই যন্ত্রটি দীর্ঘদিন ধরে
রাজস্থানে ব্যবহৃত হওয়ার কারণে, বর্তমানে এটি রাজস্থানের ঐতিহ্যগত বাদ্যযন্ত্রে
পরিণত হয়েছে। রাজস্থানের পবুজি, ভার্তারি, জওয়ার্জি এবং রডুঙ্জি লোকগানে
এই যন্ত্রটি সবেচেয় বেশি ব্যবহৃত হয়।
এতে ধাতব তারের পরিবর্তে তন্তু ব্যবহার করা হয় এবং ছড়ের তাড়নায় ধ্বনি
উৎপন্ন হয়। এই যন্ত্রে একটি নারকেলের মালাইয়ের
অর্ধাংশের সাথে কাঠ বা বাঁশের একটি দণ্ড যুক্ত করা হয়। এই মালাই এই যন্ত্রের শব্দের অনুরণন বর্ধক
হিসেবে কাজ করে। বিকল্প হিসেবে এই যন্ত্রে লাউয়ের খোল, কাঠের খোল ব্যবহার করা হয়। এর দণ্ডের উপর দিয়ে বাদনোপযোগী চারটি সুতা টান টান করে বাঁধা হয়। এই
সুতার উপরে ঘোড়ার পশমে তৈরি ছড় টেনে বাজানো হয়।
সূত্র :
http://chandrakantha.com/articles/indian_music/ravanhastra.html