সারিন্দা
বিতত (ছড় তাড়িত) অধাতব তত বাদ্যযন্ত্র। অনুষঙ্গী যন্ত্র।

পূর্ব ভারতের গ্রাম্য বাদ্যযন্ত্র। এক সময় বাংলার লোকশিল্পীরা এই যন্ত্রটি অনুসঙ্গী বাদ্যযন্ত্র হিসাবে ব্যবহার করতেন। এর খোল অনেকটা এস্‌রাজের মতো কিন্তু আকারে অনেক বড়। এর নিচের অংশ অপেক্ষাকৃত সরু। নিচের অংশের উপরে চামড়ার আচ্ছাদন থাকে। এই আচ্ছাদনের উপরে সওয়ারি থাকে। সওয়ারির উপর দিয়ে তিনটি অশ্বপুচ্ছের লোম দ্বারা তৈরি মোটা সুতা টান টান করে বাঁধা হয়। প্রতিটি তারের সটান অবস্থায় আনার জন্য তিনটি কান আছে। এই বাদ্য যন্ত্রের সুর নিয়ন্ত্রণের জন্য কোনো ঘাট নেই। আঙুলের চাপ এবং সঞ্চলেনর মাধ্যমে স্বর তৈরি করা হয়। খোলের নিচের অংশে ছড় টেনে ধ্বনি তৈরি করা হয়।

অনেকের ধারণা
সারেঙ্গী এবং সারিন্দা একই। কিন্তু বাস্তবে গঠনশৈলী এবং ধ্বনিগুণ দুই যন্ত্রের দুই রকম।


সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।