বাদ্যযন্ত্র
[দেখুন: বাদ্যযন্ত্র [অভিধান]

এর আক্ষরিক অর্থ হলো বাদনের উপযোগী যন্ত্র। সঙ্গীতোপযোগী ধ্বনিসৃষ্টিকারী যে সকল যন্ত্র সঙ্গীতে ব্যবহৃত হয়, তার সবই বাদ্য যন্ত্র। বাদ্যযন্ত্র অন্য সঙ্গীতের সহযোগী হিসেবে বা একক বাদনের জন্য ব্যবহৃত হতে পারে। বাদ্যন্ত্রের গাঠনিক প্রকৃতির বিচারে তিনটি ভাগে ভাগে ভাগ করা যায়। যেমন- সকল ধরনের বাদ্যযন্ত্রে এই সকল উপাদান একসাথে নাও থাকতে পারে। যেমন বাঁশি। এই যন্ত্রে ধ্বনি তৈরির ফুটো, বাঁশির দৈর্ঘ্য, ব্যাস তৈরির সময়ই স্থির করে দেওয়া হয় এবং তা কখনো পরিবর্তন করা যায়। আর ধ্বনি উৎপাদনের জন্য মুখের বাতাস এবং আঙুল ব্যবহার করা হয়। বলাই বাহুল্য এগুলো বাঁশি বাদনের অংশ হলেও বাঁশির অংশ নয়। ব্যবহারের বিচারে বাদ্য যন্ত্র দুই প্রকার। প্রকার দুটি হলো- সুরযন্ত্র ও তাল যন্ত্র। বাদ্যযন্ত্রের ক্রিয়াত্বক অংশের বিচারে ৫ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-