বাদ্যযন্ত্র
বানান বিশ্লেষণ: ব্+আ+দ্+য্+অ+য্+অ+ন্+ত্+র্+অ।
উচ্চারণ:
bad̪.d̪o.ɟɔn.t̪ro (বাদ্.দো.জন্.ত্রো)
শব্দ-উৎস: সংস্কৃত বাদ্যম্+যন্ত্র> বাংলা  বাদযন্ত্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাদ্যের যন্ত্র/ ষষ্ঠী তৎপুরুষ সমাস

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {যন্ত্র | ডিভাইস | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: বাদনের উপযোগী যন্ত্র। সঙ্গীতোপযোগী ধ্বনিসৃষ্টিকারী যে সকল যন্ত্র সঙ্গীতে ব্যবহৃত হয়, তার সবই বাদ্য যন্ত্র। বাদ্যযন্ত্র অন্য সঙ্গীতের সহযোগী হিসেবে বা একক বাদনের জন্য ব্যবহৃত হতে পারে।
        [দেখুন: বাদ্যযন্ত্র (সঙ্গীতকোষ)]