 তানপুরা
তানপুরা
বানান বিশ্লেষণ:
ত্+আ+ন্+অ+প্+উ+র্+আ।
উচ্চারণ: 
t̪an.pu.ra 
(তান্.পু.রা)
শব্দ-উৎস: 
আরবি তন্বুর>বাংলা তানপুরা
পদ: 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
অঙ্গুলাঘাত তত বাদ্যযন্ত্র 
| 
তত বাদ্যযন্ত্র
| 
বাদ্যযন্ত্র
| 
যন্ত্র
| 
ডিভাইস 
| 
যন্ত্রকরণতা 
| 
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ: একপ্রকার অনুষঙ্গী
অঙ্গুলাঘাত ধাতব তত বাদ্যযন্ত্র। 
ইংরেজি: Tambura। 
ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত এক প্রকার বাদ্যযন্ত্র। এই যন্ত্রের  সাহায্যে কোনো 
বিশেষ সুর বাজানো যায় না। এর চারটি তারের সাহায্যে তৈরিকৃত ক্রম-ধ্বনির ভিতর দিয়ে 
সঙ্গীতোপযোগী ধ্বনির পরিবেশ তৈরি করা হয়। ফলে কণ্ঠসাধনা থেকে শুরু করে যে কোনো গানে 
সুরের আবেশ তৈরির জন্য যন্ত্রটি ব্যবহৃত হয়।
| শ্রবণ নমুনা | 
এই যন্ত্রের নিচের দিকে একটি গোলাকার স্ফিত অংশ থাকে। একে বলা হয় তম্বুর বা তম্বুরা। সাধারণত লাউয়ের শক্ত খোল দিয়ে এটি তৈরি করা হয়। তম্বুরার সাথে যুক্ত থাকে একটি লম্বা কাঠের দণ্ড। এই যন্ত্রের চারটি তার থাকে। কিন্তু পৃথক পৃথক স্বর প্রকাশের জন্য কোনো ব্যবস্থা নেই। প্রতিটি তারকে সুনির্দিষ্টভাবে একটি স্বর প্রকাশের জন্য বাঁধা হয়। সাধারণত তানপুরার তার দুটি পদ্ধতিতে বাঁধা হয়।
১. প্রথম তার মন্দ্র পঞ্চম। দ্বিতীয় ও তৃতীয় তার মধ্য ষড়্জ, তৃতীয় তার মন্দ্র ষড়্জ।
২. প্রথম তার মন্দ্র মধ্যম। দ্বিতীয় ও তৃতীয় তার মধ্য ষড়্জ, তৃতীয় তার মন্দ্র ষড়্জ।
এই যন্ত্রের সাহায্যে গানের প্রকৃতি অনুসারে ষড়্জ-পঞ্চম বা ষড়্জ-মধ্যম স্বর-সম্বাদ তৈরি করা হয়। সঙ্গীতের অন্যান্য স্বর এই দুই স্বরের সমন্বয়ে স্বয়ম্ভূ প্রকাশিত হয়। এই যন্ত্রের তারগুলোর অনুরণন বা জোয়ারি তৈরির জন্য, তম্বুরার অংশের সাথে যুক্ত তারের গোড়ায় সুতা ব্যবহার করা হয়। তানপুরার জোয়ারিই মূলত সাঙ্গীতিক পরিবেশ তৈরি করে।