মন্দিরা
সংস্কৃত মঞ্জীর
मञ्जीर মঞ্জীর>বাংলা
মন্দির>মন্দিরা
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
ঘন
বাদ্যযন্ত্র
|
ঘাত
বাদ্যযন্ত্র
|
সঙ্গীতযন্ত্র
|
যন্ত্র
|
ডিভাইস
|
যন্ত্রকরণতা
|
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সমার্থক শব্দাবলি : খঞ্জনি,
জুড়ি,
মন্দিরা।
ধাতু
নির্মিত ঘন জাতীয় এক ধরনের ঘাত বাদ্যযন্ত্র। আকারে করতালের চেয়ে আকারে ছোট। তালের
লয় এবং ছন্দ রক্ষাকারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সঙ্গীতের নান্দনিক মাত্রা যুক্ত
করার ক্ষেত্রে মন্দিরা বিশেষ ভূমিকা রাখে। ঢোলক, শ্রীখোল, পাখোয়াজ ও তবলা-বাঁয়ার
সঙ্গে তাল দেওয়ার জন্য মন্দিরা ব্যবহার করা হয়।
সাধারণত কাঁসা দিয়ে এই যন্ত্রটি ছাঁচে ফেল তৈরি করা হয়। যন্ত্রটি দুই খণ্ডে বিভক্ত।
এই খণ্ড দুটি আকারে গোলাকার এবং অবতালাকার। দেখতে অনেকটা বাটির মতো। প্রতিটি খণ্ডের
প্রান্তীয় দিকের চেয়ে কেন্দ্রের দিকটা পুরু থাকে। প্রতিটি খণ্ডের কেন্দ্রস্থানে
ফুটো থাকে। এই ফুটোর ভিতরে দড়ি যুক্ত থাকে। বাজানোর সময় দুই হাতের আঙুলের মধ্যে দড়ি
আঙুলে পেঁচিয়ে দৃঢ়ভাবে দুই হাতে ধরা হয়। এরপর পর্স্পরের সাথে আঘাত দিয়ে শব্দ তৈরি
করা হয়। মন্দিরায় বেশ উচ্চ কম্পাঙ্কের ধ্বনিত হয়।