সারেঙ্গি
বিতত (ছড় তাড়িত) ধাতব তত
বাদ্যযন্ত্র।
অনুষঙ্গী যন্ত্র এবং একক-বাদন যন্ত্র।
এটি প্রাচীন ভারতীয় গ্রাম্য বাদ্যযন্ত্র। প্রায় ৫০০ যাবৎ এই যন্ত্রটি উত্তর ভারতীয়
সঙ্গীতে অনুষঙ্গী যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এর প্রধান চারটি তার এবং ১১টি
পিতল নির্মিত তরপের তার ব্যবহার করা হয়। এতে সেতার বা এসরাজের মতো নির্দিষ্ট স্বর
উৎপাদনের জন্য কোনো ঘাট নাই। এক হাতে ছড় টেনে টেনে এই যন্ত্রের মূল তারে সুর তোলা
হয়। অন্য হাত তারের উপর চেপে ধরে ওই সুরকে স্বরে পরিণত করা হয়।
সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত
রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।