কাড়া
ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত একপ্রকার তাল রক্ষাকারী  আনদ্ধ বাদ্যযন্ত্র

এর দেহকাঠামো তৈরি হয়ে থাকে মাটি বা কাঠ দিয়ে। এর আকার বাটির মতো। এই কাঠামোর খোলা অংশটি চামড়া দিয়ে আচ্ছাদিত করা হয়। শক্তি কাঠির আঘাতে দুই হাতের দ্বারা কাড়া বাজানো হয়। সাধারণত গলায় ঝুলিয়ে কাড়া বাজানো হয়। অনেক সময় আসরে মাটিতে রেখেও বাজানো হয়। প্রাচীন ভারতে সামরিক অভিযানে বা মাঙ্গলিক অনুষ্ঠানে কাড়া বাজানো হয়। এর সহযোগী যন্ত্র হিসেবে বাজানো হয় নাকাড়া অপর একটি আনদ্ধ বাদ্যযন্ত্রতাই অনেকে সময় যুগলবন্দী বাদ্যযন্ত্র হিসেবে কাড়া-নাকাড়া শব্দ ব্যবহার করা হয়।


সূত্র :