আনদ্ধ বাদ্যযন্ত্র
সমনাম: অবনদ্ধ

চামড়া বা এই জাতীয় পর্দা দ্বারা আচ্ছাদিত বাদ্যযন্ত্র, যাতে আঘাত করে শব্দ সৃষ্টি করা হয়। বাদন প্রক্রিয়ায় অাঙ্গুল, হাত (মণিবন্ধ থেকে অঙ্গুলি-সহ), হাতের অংশবিশেষ, ছোটো মাপের কাঠের বা বাঁশের লাঠি দিয়ে চামড়ায় আঘাত করে এই জাতীয় যন্ত্র বাজানো হয়। এই জাতীয় বাদ্যযন্ত্রগুলো হলো― পাখোয়াজ, মৃদঙ্গম, তবলা  ইত্যাদি।

আনদ্ধ বাদ্যযন্ত্র মূলত তাল রক্ষার জন্য ব্যবহৃত হয়। এই যন্ত্রের দেহকাঠমো তৈরি হয় মাটি, কাঠ বা ধাতু। গঠন-প্রকৃতি অনুসারে আনদ্ধ বাদ্যযন্ত্র ৪ প্রকার। এই প্রকার ৪টি হলো― আর আচ্ছাদন হতে পারে চামড়া বা ফাইবার। এর ভিতরে কিছু রয়েছে অখণ্ড, কিছু রয়েছে খণ্ডিত। খণ্ডিত আনদ্ধ যন্ত্রকে একটি সেট হিসাবে বিবেচনা করা হয়। ভারতীয় সকল আনদ্ধ বাদ্যযন্ত্র চামড়া দ্বারা আচ্ছাদিত। পাশ্চাত্য ড্রাম সেটে ফাইবার জাতীয় পর্দা ব্যবহার করা হয়। এই বিচারে আনদ্ধ যন্ত্র হতে পারে দুই প্রকার। আনদ্ধ বাদ্যযন্ত্রের তালিকা

 

তথ্যসূত্র:
ভারতীয় সঙ্গীতকোষ । শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী চিন্ময় লাহিড়ী। বৈশাখ, ১৩৭২।