নম
বা নাম:
এটি কম্পিত ধ্বনি। ডান দিকে এই ধ্বনি উৎপন্ন করা হয়। এক্ষেত্রে
অনামিকার অগ্রভাগ কালো অংশের ভিতরে রাখতে হয়। মধ্যমা উঁচুতে থাকে এবং
কানি বরাবর তর্জনির দ্বারা আঘাত করা হয়। কনিষ্ঠা এবং নিষ্ক্রিয় থাকে।
|
থুম:
কম্পিত ধ্বনি। বাম দিকে বাজানো হয়। মূলত কানি বরাবর আঘাত করে খোলা
শব্দ তৈরি করা হয়। এক্ষেত্রে সবগুলো আঙুল সটান অবস্থায় আঘাত করা হয়
|
থা:
অকম্পিত ধ্বনি। সবগুলো আঙুল সটান রেখে, বাম মুখের কানিতে আঘাত করে
বাজানো হয়। এক্ষেত্রে শব্দকে অকম্পিত রাখার জন্য আঙুলগুলো চেপে রেখে
শব্দের অনুরণন থামিয়ে দেওয়া হয়।
|