ব্যাখ্যা: আঘাতের দ্বারা বাদিত বাদ্যযন্ত্রে সাধারণ নাম ঘাতবাদ্যযন্ত্র।
এই জাতীয় যন্ত্র থেকে সুর বা তাল উৎপন্ন হয়। এই বিচারে ঘাত যন্ত্র হতে পারে
সুরযন্ত্র বা তালযন্ত্র। এই বিচারে ঘাত-বাদ্যযন্ত্রকে দুটি
ভাগে ভাগ করা যেতে পারে।
- ঘাত-সুরযন্ত্র: এই জাতীয় বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশে কোনো কিছুর দ্বারা
আঘাত করে সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা হয়। এই ধ্বনি সুর সৃষ্টিতে
বা কোনো সঙ্কেত প্রদানের জন্য ব্যবহার করা হয়।
- ঘাত-তালযন্ত্র: এই জাতীয় বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশে
কোনো কিছুর দ্বারা আঘাত করে সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা হয়। এই ধ্বনি তাল
রক্ষার জন্য বা কোনো সঙ্কেত প্রদানের জন্য ব্যবহার করা হয়।