ঘাত-বাদ্যযন্ত্র
আঘাতের দ্বারা ধ্বনি উৎপাদন করা হয় এমন বাদ্যযন্ত্র।
ঊর্ধ্বক্রমবাচকতা { ঘাত-বাদ্যযন্ত্র | বাদ্যযন্ত্র | যন্ত্র | ডিভাইস | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
percussion instrument, percussive instrument

ব্যাখ্যা: আঘাতের দ্বারা বাদিত বাদ্যযন্ত্রে সাধারণ নাম ঘাতবাদ্যযন্ত্র। এই জাতীয় যন্ত্র থেকে সুর বা তাল উৎপন্ন হয়। এই বিচারে ঘাত যন্ত্র হতে পারে সুরযন্ত্র বা তালযন্ত্র। এই বিচারে ঘাত-বাদ্যযন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে।