ব্যাখ্যা: নানা ধরনের যন্ত্রের ভিতরে সঙ্গীতে ব্যবহৃত
যন্ত্রসমূহকে বাদ্যযন্ত্র বলা হয়ে থাকে। সুর ও তালের বিচারে বাদ্যযন্ত্রকে দুটি
ভাগে ভাগ করা হয়। বাদ্যযন্ত্র নানা প্রক্রিয়ায় বাদিত হতে পারে। যেমন-
ততযন্ত্র
(stringed instrument):
যে সকল বাদ্য যন্ত্রের সুর উৎপাদক অংশ হিসেবে তার ব্যবহার করা হয়।
(wind
instrument) :
যে সকল বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশ বায়ুপ্রবাহের দ্বারা প্রত্যক্ষভাবে বাদিত হয়
বা বায়ুর অনুরণনে ধ্বনি সৃষ্টি করে।
ঘনযন্ত্র (
Idiophone):
তত, আনদ্ধ ও সুষির বাদ্যযন্ত্র, বৈদ্যুতিন-যন্ত্রাদি ব্যতীত, যে সকল বাদ্যযন্ত্রের
অঙ্গে অন্য বস্তুর আঘাতে, ঘর্ষণে বা সঞ্চালনে সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা
যায়, তাদের সাধারণ নাম ঘন-বাদ্যযন্ত্র।