বাদ্যযন্ত্র
ক্রিয়াত্মক সঙ্গীতে ব্যবহৃত যন্ত্র
ঊর্ধ্বক্রমবাচকতা {বাদ্যযন্ত্র | যন্ত্র | ডিভাইস  যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
musical instrument, instrument

ব্যাখ্যা: নানা ধরনের যন্ত্রের ভিতরে সঙ্গীতে ব্যবহৃত যন্ত্রসমূহকে বাদ্যযন্ত্র বলা হয়ে থাকে। সুর ও তালের বিচারে বাদ্যযন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। বাদ্যযন্ত্র নানা প্রক্রিয়ায় বাদিত হতে পারে। যেমন-