ঘন
তত, আনদ্ধ ও সুষির বাদ্যযন্ত্র, বৈদ্যুতিন-যন্ত্রাদি ব্যতীত, যে সকল বাদ্যযন্ত্রের 
অঙ্গে অন্য বস্তুর আঘাতে, ঘর্ষণে বা সঞ্চালনে  সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা 
যায়, তাদের সাধারণ নাম ঘন-বাদ্যযন্ত্র।  
ঊর্ধ্বক্রমবাচকতা
	{ | 
	ঘন | 
	বাদ্যযন্ত্র | 
	ডিভাইস |
	যন্ত্র |
	যন্ত্রীকরণ | 
	মনুষ্য-সৃষ্টি |
	এককঅংশ |
	দৈহিক-লক্ষ্যবস্তু |
	দৈহিক সত্তা | 
    সত্তা |
    }
ইংরেজি:
	Idiophone
ব্যাখ্যা: সঙ্গীত জগতে নানা ধরনের 
ঘনযন্ত্র  ব্যবহার করা হয়। এই জাতীয় যন্ত্রকে 
সাধারণভাবে ৫টি ভাগে ভাগ করা যায়।  ভাগগুলো হলো-