যে সকল বাদ্যযন্ত্রের ক্রিয়াত্মক অংশ বায়ুপ্রবাহের দ্বারা প্রত্যক্ষভাবে বাদিত হয় 
বা বায়ুর অনুরণনে ধ্বনি সৃষ্টি করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
	{ | 
সুষির | 
	বাদ্যযন্ত্র | 
	ডিভাইস |
	যন্ত্র |
	যন্ত্রীকরণ | 
	মনুষ্য-সৃষ্টি |
	এককঅংশ |
	দৈহিক-লক্ষ্যবস্তু |
	দৈহিক সত্তা | 
    সত্তা |
    }
ইংরেজি:
	wind instrument, wind
    
	ব্যাখ্যা: সঙ্গীত জগতে নানা ধরনের সুষিযন্ত্র  ব্যবহার করা হয়।
এই জাতীয় যন্ত্রের রয়েছে দুটি ভাগ। 
	- রিড (beating-reed instrument, reed instrument, reed):
		যে সকল বাদ্যযন্ত্রের কোনো পাত জাতীয় অংশ  
	বায়ু প্রবাহের দ্বারা কম্পিত হয়। যেমন- হারমোনিয়াম।
- বাঁশি (
	flute, transverse flute ):
	যে সকল বাদ্যযন্ত্রে বায়ু-প্রবাহের সময়, অনুনাদিত 
	হয়ে ধ্বনি উৎপন্ন করে। যেমন- আড় বাঁশি।