পাম্বাই
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
আনদ্ধ
বাদ্যযন্ত্র
|
ঘাত
বাদ্যযন্ত্র
|
সঙ্গীতযন্ত্র
|
যন্ত্র
|
ডিভাইস
|
যন্ত্রকরণতা
|
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
তামিল পম্বাই (பம்பை)>বাংলা
বাংলা।
ইংরেজি: pambai
এটি দক্ষিণ ভারতের তামিল নাড়ু অঞ্চলের একটি আনদ্ধ তালবাদ্যযন্ত্র। দুটি
ডমরুর আকারের ঢোলক জাতীয় বাদ্যযন্ত্র একত্রে বেঁধে এই যন্ত্রটি বাজানো হয়। এর একটির
দেহ কাঠামো হয় কাঠের, অপরটি হয় তামার। কাঠের অংশটিকে বলা হয় 'ভীরু ভানাম' আর তামার
যন্ত্রটিকে বলা হয় ভেঙ্গালা পমবাই। উভয় যন্ত্রের মুখ একটু মোটা চামাড়া দ্বারা
আচ্ছাদিত করা হয়।
বাজানোর সময় যন্ত্রটি কোমর বরাবর স্থাপন করে একা হাতে কাঠি অন্য হাতের আঙুলের আঘাতে
বাজানো হয়। তবে মেঝেতে রেখে বাজানোর সময় কাঠির আঘাতই প্রাধান্য পায়। দক্ষিণের লোক
সঙ্গীতে এই তালবাদ্য যন্ত্রটি বাজানো হয়।