কাঞ্জিরা
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
আনদ্ধ
বাদ্যযন্ত্র
|
ঘাত
বাদ্যযন্ত্র
|
সঙ্গীতযন্ত্র
|
যন্ত্র
|
ডিভাইস
|
যন্ত্রকরণতা
|
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
হিন্দি কাঞ্জিরা>বাংলা
বাংলা।
ইংরেজি: kanjira, khanjira,
ganjira
এটি দক্ষিণ ভারতের একটি আনদ্ধ তালবাদ্যযন্ত্র।
আট থেকে নয় ইঞ্চি গোলাকার কাঠের ফ্রেমের উপর একদিক সম্পর্ণ চামড়া দিয়ে আচ্ছাদিত করে
এই যন্ত্র তৈরি করা হয়। ফ্রেমের প্রস্থ থাকে প্রায় ৪ ইঞ্চি। কাঠের ফ্রেমটিতে
সাধারণত কাঁঠাল কাঠ ব্যবহার করা হয়। এক সময় আচ্ছাদনের জন্য ব্যবহার করা হতো
Varanus bengalensis
প্রজাতির গিরগিটির চামড়া। বর্তমানে এই প্রজাতির
গিরগিটি বিলুপ্ত হওয়ার পথে। ফলে বিকল্প হিসেবে অন্য পশুর পাতলা চামড়া ব্যবহার করা
হয়। এর কাঠের ফ্রেমের সাথে করতালের মতো ধাতব পাত ব্যবহার করা হয়। ফলে এই
তালযন্ত্রটি বাজানোর সময় সুমধুর ধাতব ঝিনঝিন শব্দ উৎপন্ন করে।
সাধারণত বাঁ হাত দিয়ে কাঞ্জিরার ফ্রেমের এক পাশ ধরে অন্য হাতের আঘাতে বাজানো হয়।
কখনো কখনো দুই হাটুর মাঝখানে ফ্রেম চেপে ধরে দুই হাতে বাজানো হয় দেখা যায় । মালাবার
ও দক্ষিণ ভারতের লোকগান বা ভজন জাতীয় গানের সাথে কাঞ্জিরা বাজানো হয়।