লক্ষ্ণৌ ঘরানা
তবলা নামক ভারতীয় তাল-যন্ত্রে বাদনরীতির ঘরানা বিশেষ।

তবলার আদি ঘরানার সূত্রপাত ঘটেছিল দিল্লীতে। এই ঘরনার আদি পুরুষ ছিলেন সিদ্ধার খাঁ। সিদ্ধার খাঁর পুত্র মহতাব খাঁ, পিতার সাথে দিল্লীতেই কাটান তাঁর বাদনরীতি পিতার মতই ছিল। মাহতাব খাঁর দুই পুত্র মান্দু খাঁ এবং বখশু খাঁ বংশীয় ধারায় তবলা বাদন শেখেন। দিল্লীতে রাজনৈতিক অস্থিরতার কারণে এঁরা লক্ষ্ণৌতে চালে আসেন। কালক্রমে এই দুই ভাইয়ের সূত্রে লক্ষ্ণৌতে এই ঘরানার উদ্ভব হয়।

এই বংশের মাম্মু খাঁ একজন উল্লেখযোগ্য তবলাবাদক ছিলেন। তাঁর পুত্র মুহম্মদ খাঁ'ও পিতার মতই তবলাবাদনে খ্যাতি অর্জন করেছিলেন। মুহম্মদ খাঁ'র দুই পুত্র মুন্নে খাঁ এবং আবিদ হুসেন খাঁ তৎকালীন রাজদরবারে কত্থক নৃত্যের সাথে তবলা সঙ্গতে খ্যাতির শীর্ষে উঠেছিলেন। এঁদের দুইজনকে প্রাচ্য ঘরানার খলিফা বলা হতো। মুন্নে খাঁর পুত্র ওয়াজিদ হুসেন এবং তাঁর পুত্র আফাক হুসেনও তবলায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।

অন্যদিকে আবিদ হুসেন খাঁর সন্তানাদি সম্পর্কে কিছু জানা যায় না। তবে তাঁর তিন জন শিষ্যের নাম বিশেষভাবে জানা যায়। এঁরা হলেন পণ্ডিত বীরু মিশ্র, হীরেন্দ্র গাঙ্গুলি এবং ওস্তাদ জাহাঙ্গীর খাঁ।

মান্দু খাঁ শিষ্যদের ভিতরে খ্যাতি অর্জন করেছিলেন পণ্ডিত রামসহায়। বখশু খাঁর শিষ্যদের ভিতরে বিলায়েত আলী বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন।