দিল্লি ঘরানা (তবলা)
সমনাম :
দিল্লি বাজ, কিনারা কা বাজ

দিল্লি বা পশ্চিমী বাজের দিল্লি অঞ্চলের তবলা-বাদন
ঘরানা। তবলার আদি ওস্তাদ বলতে সিদ্ধার খাঁকে এই ঘরানার আদি পুরুষ হিসেবে বিবেচনা করা হয়।

সিদ্ধার খাঁ দিল্লির অধিবাসী ছিলেন। তাঁর বংশধর এবং শিষ্যরা সিদ্ধার খাঁর বাদন রীতিকে নিষ্ঠার সাথে অনুসরণ করে যে বাদনশৈলীর প্রচলন ও প্রতিষ্ঠিত করে, তাকেই দিল্লি ঘরানা নামে অভিহিত করা হয়। এই ঘরনাকেই তবলার সকল ঘরনার উৎস হিসেবে বিবেচনা করা হয়।  সিদ্ধার খাঁর মৃত্যুর পর তাঁর তিন পুত্র বুগড়া খাঁ, ঘসিট্ খাঁ এবং মহবত খাঁ এই বাদন পদ্ধতিকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন। এই ঘরানাকে প্রতিষ্ঠায় যাঁরা বিশেষ অবদান রেখেছিলেন, তাঁদের তালিকা নিচে দেওয়া হলো।