ভষ্মাণপঞ্চম
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে রাগ বিশেষ।

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত 'বৃহদ্দেশী' গ্রন্থে [পৃষ্ঠা:১৭৮-১৭৯] এই রাগের নাম প্রথম পাওয়া যায়। গীত প্রকরণ হিসেবে একে সাধারণ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক নজরে ভম্মাণপঞ্চম-এর পরিচয়
এই রাগে নিষাদ এবং গান্ধারের প্রয়োগ অল্প।
সঙ্গীতরত্বাকর থেকে এর আক্ষিপ্তিকা দেওয়া হলো-

 


সূত্র: