গৌড়কৌশিকমধ্যম
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
গৌড়িকা গীতির
অন্তর্ভুক্ত একটি গ্রামরাগ বিশেষ।
এক নজরে প্রাচীন ভারতের গৌড়কৌশিকমধ্যমের পরিচয়
- গ্রাম: ষড়্জ
- গীতি প্রকৃতি:
গৌড়িকা
- গ্রহস্বর: ষড়্জ
- অংশস্বর: ষড়্জ
- ন্যাসস্বর: মধ্যম
- জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
- ব্যবহৃত বিকৃত স্বর: কাকলী নিষাদ
- রস: ভয়ানক
- তাল: চচ্চৎপুট
- মার্গ: চিত্রা,
বার্তিক ও দক্ষিণ
- প্রয়োগ: নাটকে ব্যবহৃত ধ্রুবাগানে ব্যবহৃত হতো।
শারঙ্গদেবের রচিত
সঙ্গীতরত্নাকরে এর আক্ষিপ্তিকা দেওয়া আছে।

তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। বিশ্বভারতী, কলকাতা। পৃষ্ঠা
১৬০।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
অনূদিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ২২ শ্রাবণ ১৪০৮।