রবিচন্দ্রা
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি রাগ বিশেষ।  এটি হিন্দোলকে গ্রামরাগের অন্তর্গত একটি ভাষা রাগ। বৃহদ্দেশীতে এই রাগের খণ্ডিত পাঠ পাওয়া গিয়েছে। এই রাগের যে স্বরালাপ দেখানো হয়েছে, তা হলো-

নী নী  পা  সা  মা  রী  সা গা  রী  সা  সা  সা  মা  মা  গা 
নিনি  সা  সা  নী  সা  নী  পা  পা  নী  সনি সা সা  নী  গা  গা
পম  মা  রী  মা   পা  পা  পা  পম  পা  রী  মা  পা  নী  সা  রী  নী  সা সা


তথ্যসূত্র: