হিন্দোল
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর প্রকৃতি গম্ভীর। এই রাগে ঋষভ ও পঞ্চম বর্জিত। এই রাগে বিস্তার হয় মধ্য ও তার সপ্তক। এতে নিষাদ বক্রভাবে এবং দুর্বলভাবে ব্যবহৃত হয়। এই রাগে গমকের ব্যবহার লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন এর বাদী গান্ধার এবং সমবাদী ধৈবত। এই বিচারে রাগটিকে পূর্বাঙ্গের বলে বিবেচনা করা হয়। এই রাগের সাথে ঋষভ যুক্ত করলে, সোহিনী‌'র কাঠামো পাওয়া যায়।
 

    আরোহণ: :  স, গ হ্ম ধ র্স

    অবরোহণ : র্স ন ধ হ্ম গ স

    ঠাট : কল্যাণ

    জাতি : ঔড়ব-ঔড়ব।

    বাদীস্বর : ধৈবত

    সমবাদী স্বর : গান্ধার

    অঙ্গ :  উত্তরাঙ্গ।

    সময় : দিবা প্রথম প্রহর।
    পকড় : স, গ, হ্ম ধ ন ধ, হ্ম গ, স।


তথ্যসূত্র: