চোক্ষগীতি
প্রাচীন ভারতের এক প্রকার গীত খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীর সঙ্গীতজ্ঞ  দুর্গাশক্তি প্রথম এই গীতের উল্লেখ করেন। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে, মতঙ্গ যে সাত প্রকার গীতের নাম উল্লেখ করেছিলেন- এর ভিতরে- গীতের নাম রয়েছে।

এই গ্রন্থে এই গীতের অন্তর্ভুক্ত রাগের উল্লেখ রয়েছে। এগুলো হলো- শুদ্ধষাড়ব, পঞ্চম, কৈশিকমধ্যম, চোক্ষসাধারিত এবং চৌক্ষকৈশিক। 
তথ্যসূত্র: