চোক্ষগীতি
প্রাচীন ভারতের এক প্রকার গীত।
  খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীর সঙ্গীতজ্ঞ 
 দুর্গাশক্তি প্রথম এই গীতের 
উল্লেখ করেন। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে, মতঙ্গ 
যে সাত প্রকার গীতের নাম উল্লেখ করেছিলেন- 
এর ভিতরে- গীতের নাম রয়েছে। 
 এই গ্রন্থে এই গীতের 
অন্তর্ভুক্ত রাগের উল্লেখ রয়েছে। এগুলো হলো- 
শুদ্ধষাড়ব, 
পঞ্চম, 
কৈশিকমধ্যম, 
চোক্ষসাধারিত এবং 
চৌক্ষকৈশিক।  
তথ্যসূত্র:
	- 
 নাট্যশাস্ত্র (চতুর্থ খণ্ড)। ভরত। বঙ্গানুবাদ সুরেশচন্দ্র 
	বন্দ্যোপাধ্যায়। নবপত্র প্রকাশন। পঞ্চম মুদ্রণ ডিসেম্বর ২০১৪।
- 
	 বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত 
		পুস্তক ভাণ্ডার। কলকাতা। ১৯৯২।  
- 
	 সঙ্গীতরত্নাকর। সুরেশচন্দ্র অনূদিত।  রবীন্দ্রভারতী 
		বিশ্ববিদ্যালয়। কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।