শুদ্ধষাড়ব
ভিন্ন নাম: ষাড়ব

প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে মধ্যমগ্রামের রাগ বিশেষ। মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থ মতে- এটি শুদ্ধগীত বা চোক্ষরাগের অন্তর্ভুক্ত একটি রাগ। ধারণা করা হয়, খ্রিষ্টীয় ৪০০ থেকে ৫০০ অব্দের ভিতরে এই রাগের উদ্ভব হয়েছিল।

ষড়জগ্রামের ষড়্‌জোদীচ্যবতী এবং মধ্যমগ্রামের পঞ্চমী জাতি থেকে এই রাগের উৎপত্তি ঘটেছিল। শাস্ত্রীয় সঙ্গীতে ছয়টি স্বরের রাগকে ষাড়ব জাতির রাগ হিসেবে বিবেচনা করা হয়। মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে বলা হয়েছে- ছয়টি স্বর নিয়ে গঠিত বা ছয়টি রাগের মধ্যে এই রাগটি মুখ্য, তাই এর নাম ষাড়ব। এই রাগটি ৭টি স্বর নিয়ে গঠিত, তাই 'ছয়টি স্বর নিয়ে গঠিত; রাগের নামকরণে এই যুক্তি গ্রহণ করা যায় না। দ্বিতীয় অংশে বর্ণিত ছয়টি রাগের মধ্যে মুখ্য- এই কারণে এর নাম ষাড়ব। এটি  যৌক্তিক। কিন্তু কোন ছয়টি রাগের মধ্যে এই রাগটি মুখ্য তা জানা যায় না। এছাড়া রাগে অন্য রাগের প্রভাব ছিল না। তাই এখানে শুদ্ধ হলো- মুখ্য বা প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। সেই সূত্রে এর নাম শুদ্ধষাড়ব রাগ।

প্রাচীন ভারতে নাট্যরঙ্গে পূর্বরঙ্গ ভাগে ধ্রবা গানে এই রাগের ব্যবহার হতো।  এই রাগের গান
ব্যবহৃত হতো। এই তালটি চিত্রমার্গে (দুটি মাত্রা নিয়ে সৃষ্ট ১ কলা), বার্তিক মার্গে (চার মাত্রায় ১ কলা) এবং দক্ষিণ মার্গে (৮ মাত্রায় ১ কলা) পরিবেশিত হতো।  

এই রাগে কাকলী নিষাদ ও অন্তরগান্ধার ব্যবহৃত হতো। উল্লেখ্য বর্তমানে কাকলী নিষাদ হলো- শুদ্ধ নিষাদ এবং অন্তর গান্ধার হলো- শুদ্ধ গান্ধার।
গ্রাম: মধ্যমগ্রাম
আরোহণ:   স র গ (অন্তর) ম প ধ ন (কাকলী) র্স
অবরোহণ: র্স ন (কাকলী) ধ প ম গ (অন্তর) র স
জাতি: সম্পূর্ণ
অংশস্বর /বাদীস্বর: মধ্যম
সমবাদী স্বর: ষড়্‌জ
অনুবাদী স্বর ঋষভ ও পঞ্চম
বিবাদী স্বর: নাই।
অল্পত্ব: গান্ধার
অলঙ্কার: প্রসন্নান্ত
গ্রহস্বর: মধ্যম
ন্যাস স্বর: মধ্যম
রস: শৃঙ্গার ও হাস্য
তাল: চচ্চৎপুট  
মার্গ: চিত্র, বার্তিক, দক্ষিণ
এই রাগের আরোহী বর্ণের শেষে প্রসন্নান্ত অলঙ্কার যুক্ত হতো। অর্থাৎ অলঙ্কারে শেষ স্বর মন্দ্র বা ষড়জ হতো। এর আক্ষিপ্তিকা বৃহদ্দেশীতে নেই। শারঙ্গদেবের রচিত সঙ্গীত রত্নাকরে প্রদত্ত আক্ষিপ্তিকা নিচে তুলে ধরা হলো।


তথ্যসূত্র: