অনুবাদী স্বর
ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি পারিভাষিক শব্দ।

একটি সুনির্দিষ্ট রাগের বাদীস্বর, সমবাদী স্বরবিবাদী স্বর ব্যতীত বাকি সকল স্বর অনুবাদী। মূলত কোনো রাগের যে স্বর বাদীস্বরকে অনুসরণ করে, তাকে অনুবাদী স্বর বলা হয়। প্রচলিত সঙ্গীত ধারায় বাদীস্বর থেকে তৃতীয় স্বরকে বলা হয় অনুবাদী স্বর। যেমন–

বাদী স্বর অনুবাদী স্বর










র্স