বেসরী
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভাষা রাগ বিশেষ।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে বর্ণিত
হিন্দোল রাগের
অন্তর্গত ৫টি ভাষা রাগের একটি। এই রাগে ধৈবত দুর্বল,
কিন্তু গান্ধারের ব্যবহার অনেক বেশী। এই রাগে ষড়্জ-গান্ধার এবং ঋষভ-নিষাদ-গের
স্বরসঙ্গতি হয়। বৃহদ্দেশীতে এই রাগের বেশী পরিচয় পাওয়া যায় নি।
বেসরী রাগের পরিচিতি
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
হিন্দোল
রাগ প্রকৃতি:
ভাষা (গীত)
অংশস্বর:
ষড়্জ
ন্যাস স্বর: ষড়্জ
বেসরী রাগের আক্ষিপ্তিকা। বৃহদ্দেশী

তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২। অধ্যায়: রাগ। পৃষ্ঠা:।২০৫