ভিন্নকা
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে গীতের একটি প্রকরণ বিশেষ।

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে ৭টি গীত প্রকরণের মধ্যে ভিন্নকা একটি বিশেষ গীত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থ মতে এই
ীত বিশেষভাবে লোকরঞ্জনে সমর্থ। সংজ্ঞা হিসেবে উল্লেখ আছে-  সূক্ষ্ণ, প্রচল (দ্রুত), বক্র (বিষম), উল্লাসিত ও প্রসারিত গমক, ললিত, তার-মন্দ্র স্থানে ব্যাপ্ত যে গীত তাকে ভিন্নকা বলা হয়েছে। এই গ্রন্থের অন্যত্র বলা হয়েছে [পৃষ্ঠা: ১৪৫]- শ্রুতি, জাতি শুদ্ধতা এবং স্বর ভিন্ন হলে তাকে ভিন্ন বলা হয়।

এই গীতের অন্তর্গত পাঁচটি রাগ হলো- ভিন্নষড়্‌জ, ভিন্নতান, ভিন্নকৈশিকমধ্যম, ভিন্ন কৈশিকভিন্ন পঞ্চম


তথ্যসূত্র: