ভিন্নকা
প্রাচীন ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে গীতের একটি প্রকরণ বিশেষ।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী
গ্রন্থে ৭টি গীত প্রকরণের মধ্যে ভিন্নকা একটি বিশেষ গীত
হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থ মতে এই
গীত বিশেষভাবে লোকরঞ্জনে সমর্থ।
সংজ্ঞা হিসেবে উল্লেখ আছে- সূক্ষ্ণ, প্রচল (দ্রুত), বক্র (বিষম), উল্লাসিত ও প্রসারিত গমক, ললিত, তার-মন্দ্র
স্থানে ব্যাপ্ত যে গীত তাকে ভিন্নকা বলা হয়েছে। এই গ্রন্থের অন্যত্র বলা হয়েছে [পৃষ্ঠা:
১৪৫]- শ্রুতি, জাতি শুদ্ধতা এবং স্বর ভিন্ন হলে তাকে ভিন্ন বলা হয়।
এই গীতের অন্তর্গত
পাঁচটি রাগ হলো- ভিন্নষড়্জ,
ভিন্নতান,
ভিন্নকৈশিকমধ্যম,
ভিন্ন কৈশিক ও
ভিন্ন
পঞ্চম।
তথ্যসূত্র:
-
নাট্যশাস্ত্র (চতুর্থ খণ্ড)। ভরত। বঙ্গানুবাদ সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। নবপত্র প্রকাশন। পঞ্চম মুদ্রণ ডিসেম্বর ২০১৪।
-
বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার। কলকাতা। ১৯৯২।
-
সঙ্গীতরত্নাকর। সুরেশচন্দ্র অনূদিত। রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয়। কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।