ভিন্নকৈশিকমধ্যম
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
গ্রামরাগ বিশেষ। এটি ষড়্জ গ্রাম থেকে উৎপন্ন হয়েছিল। খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীর দিকে ভরতের নাট্যশাস্ত্রে এই রাগটি ভিন্ন
গীতরীতির জাতিগান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জাতির বিচারে
এই গ্রাম রাগটি ষড়্জ গ্রামের শুদ্ধ জাতি
ষড়্জমধ্যমা থেকে উদ্ভব হয়েছিল। এটি শুদ্ধ কৈশিকমধ্যম গ্রাম রাগের শুদ্ধ নিষাদের
পরবর্তে কাকলী নিষাদ
ব্যবহৃত হতো। এই সূত্রে এই রাগটি শুদ্ধপঞ্চম রাগ থেকে পৃথক হয়ে ভিন্নকৈশিকমধ্যম নামে
পরিচিতি পেয়েছিল। উল্লেখ্য
ষড়্জমধ্যমা ঔড়ব জাতীয় গ্রামরাগ হলেও
ভিন্ন যড়্জমধ্যম ছিল সম্পূর্ণ জাতীর গ্রামরাগ। এতে মন্দ্রস্বরে গমক প্রযুক্ত হতো
এক নজরে প্রাচীন ভারতের ভিন্নপঞ্চমের পরিচয়
- গ্রাম: ষড়্জ
- গীতি: শুদ্ধ
জাতি ষড়্জমধ্যমা থেকে উদ্ভব হয়েছিল
- গ্রহস্বর: ষড়্জ
- অংশস্বর: ষড়্জ
- ন্যাসস্বর: মধ্যম
- জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
- ব্যবহৃত বিকৃত স্বর:
কাকলী নিষাদ
- রস: বীর ও রৌদ্র
- তাল: চচ্চৎপুট
- মার্গ: চিত্রা,
বার্তিক ও দক্ষিণ
- প্রয়োগ: নাটকে
ব্যবহৃত ধ্রুবাগানে সূত্রধারের প্রবেশের সময় ব্যবহৃত হতো।
শারঙ্গদেবের রচিত
সঙ্গীতরত্নাকরে এর আক্ষিপ্তিকা দেওয়া আছে।
তথ্যসূত্র:
- নাট্যশাস্ত্র (চতুর্থ খণ্ড)। ভরত। বঙ্গানুবাদ: ডঃ সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায় ও ডঃ ছন্দা চক্রবর্তী। নবপত্র প্রকাশন।ডিসেম্বর ২০১৪। পৃষ্ঠা:
১৯
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। বিশ্বভারতী, কলকাতা। পৃষ্ঠা
১০০-১০১।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
অনূদিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ২২ শ্রাবণ ১৪০৮।