শঙ্করাভরণ
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতির ৭২ মেলের একটি।বেঙ্কটমুখীর মতে এর নাম শঙ্করাভরণ, গোবিন্দাচার্যের মতে ধীরশঙ্করাভরণ্।  দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে- এর স্বর বিন্যাস- স রি গু ম প ধি নু র্স

এই মেলের রাগগুলোর বর্ণানুক্রমিক সুচি দেওয়া হলো
  1. অঠান
  2. আরভী
  3. আহিরীনাট
  4. কণ্ণড
  5. কুরঞ্জী
  6. কেদার
  7. কোকিলভাষিণী
  8. কোলাহল
  9. গরূড়ধ্বনি
  10. গৌড়মল্লারু
  11. জনরঞ্জনী
  12. জুলাবু
  13. দেবগান্ধারী
  14. ধীরমতি
  15. ধুর্বাকী
  16. নবরোজ
  17. নাগধ্বনি
  18. নাগভূষণী
  19. পূর্ণচন্দ্রিক
  20. পূর্বগৌড়
  21. বিবর্ধনী
  22. বিলহরী
  23. বেগড
  24. ব্যান্ড
  25. মাহুরী
  26. শুদ্ধবসন্ত
  27. শুদ্ধসাবেরী
  28. শৃম্ভুক্রিয়
  29. সিন্ধু
  30. সিন্ধুমন্দারী
  31. হংসধ্বনি

তথ্যসূত্র: