(কো.লা.হল্)
শব্দ-উৎস: : সংস্কৃত
গোলক >প্রাকৃত গোলঅ>পৈশাচী প্রাকৃত কোলঅ (ব্যাপক)+
ফার্সি
হল্লা> হলা=
বাংলা
কোলাহল
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{কোলাহল |
শব্দ |
যান্ত্রিক প্রপঞ্চ |
ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ |
প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া ।
দৈহিক সত্তা |
সত্তা |}
- অর্থ: ব্যাপকভাবে হল্লা করা অর্থে কোলাহল।
নানা অর্থে কোলাহল ব্যবহৃত হতে পারে। যেমন-
- সাধারণত বহু মানুষের মিশ্রিত উচ্চরবকে কোলাহল বলা হয়।
- সঙ্গীতশাস্ত্রে সঙ্গীতোপযোগী ধ্বনি ছাড়া সকল ধ্বনি কোলাহল।
- বহু পাখির কলরব।
- অর্থহীন বাকবিতণ্ডা বা গোলমাল।
- সমার্থক শব্দাবলি: কলরব, কোলাহল, গোলমাল,
শোরগোল,
হট্টগোল, হল্লা।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
অর্থ: ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
রাগ বিশেষ। [দেখুন:
কোলাহল [রাগ]]
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮। পৃষ্ঠা: ১২৫
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৬৯০
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ২৯৫
- বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৪৪২
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
পৃষ্ঠা: ২১৪
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ২৭৫
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি
প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
-
wordnet 2.1