কোলাহল
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ। উত্তর ও দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এই নামে রাগ পাওয়া যায়। তবে এই পদ্ধতিরে রাগের আরোহণ অবরোহণ ভিন্নতর হয়ে থাকে। কল্পিনাথের মতে- এই শ্রীরাগের অন্তর্গত ৬টি রাগিণীর ভিতর কোলাহল একটি ছিল।

১. উত্তর ভারতীয় দ্ধতির রাগ কোলাহল
বিলাবল ঠাটের অন্তর্গত অপ্রচলিত রাগ বিশেষ। এর রাগের অবরোহণে  ন প ধ ম বক্র হয়ে থাকে।

আরোহণ: স র গ প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ ম গ র স
ঠাট: বিলাবল
জাতি: সম্পূর্ণ
বাদীস্বর: ধ
সমবাদী স্বর
অঙ্গ: উত্তরাঙ্গ
সময়: দিবা প্রথম প্রহর।

২. দক্ষিণ ভারতীয় দ্ধতির রাগ কোলাহল
শঙ্করাভরন বা ধীরশঙ্করাভরণ মেলের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের অারোহণ বক্র।

আরোহণ: স প ম গ প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ র স
মেল: ধীরশঙ্করভরাণ
জাতি: সম্পূর্ণ
বাদীস্বর: ধ
সমবাদী স্বর
অঙ্গ: উত্তরাঙ্গ
সময়: দিবা প্রথম প্রহর।


তথ্যসূত্র: